ট্রেজারী শাখায় সম্পাদিত কাজ ও প্রদত্ত নাগরিক সেবা সমূহ
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রাপ্তির প্রক্রিয়া |
সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় |
১ |
২ |
৩ |
৪ |
১ |
জনসাধারণ ও ভেন্ডারগণের চাহিদা অনুযায়ী মজুদ সাপেক্ষে জুডিশিয়াল/নন-জুডিশিয়াল স্ট্যাম্প সরবরাহ |
স্ট্যাম্প প্রত্যাশী ব্যক্তি/ভেন্ডারগণকে চালান প্রস্তুত করে ট্রেজারী শাখায় জমা প্রদান করে মজুদ এবং চালানের কোড নম্বর ভেরিফাই করে ব্যাংকে চালান জমা দিতে হয়। অতঃপর চালান কপি এবং ব্যাংকের স্ক্রলসহ ট্রেজারী শাখায় জমা প্রদান করতে হয় । |
সপ্তাহের প্রতি রবি এবং বৃহস্পতিবারে সরবরাহ করা হয় । |
২ |
সকল সরকারি অফিস ও ডাকঘরের চাহিদা অনুযায়ী সার্ভিস ডাকটিকেট/সাধারণ ডাকটিকেট ও পোস্টাল খাম সরবরাহ |
ডাকটিকেট প্রত্যাশী সরকারী অফিস/ ডাকঘরকে চালান কপি প্রস্তুত করে ট্রেজারী শাখায় জমা প্রদান করে মজুদ এবং চালানের কোড নম্বর ভেরিফাই করে ব্যাংকে চালান জমা দিতে হয় । অতঃপর চালান কপি এবং ব্যাংকের স্ক্রলসহ ট্রেজারী শাখায় জমা প্রদান করতে হয় । |
সপ্তাহের প্রতি রবি এবং বৃহস্পতিবারে সরবরাহ করা হয় । |
৩ |
যাবতীয় পাবলিক পরীক্ষার গোপনীয় কাগজপত্র সংরক্ষণ ও সময়মত সরবরাহ |
যাবতীয় পাবলিক পরীক্ষার গোপনীয় কাগজপত্র ঢাকা হতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রয়োজনীয় পুলিশ ফোর্সের মাধ্যমে এনে ট্রেজারীতে সংরক্ষণ করা হয়। |
পরীক্ষার দিনগুলোতে ট্রেজারী অফিসারের উপস্থিতিতে পরীক্ষার সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে প্রশ্নপত্র সরবরাহ করা হয় । |
৪ |
মূল্যবান সম্পদ ও গোপনীয় দ্রব্যাদি নিরাপদ হেফাজতে সংরক্ষণ |
জনগণ অথবা যে কোন সংস্থার মূল্যবান সম্পদ ও গোপনীয় দ্রব্যাদি বিধি মোতাবেক নিরাপদ হেফাজতে সংরক্ষণ করা হয় এবং চাহিদা অনুযায়ী প্রাপককে সরবরাহ করা হয় । |
প্রাপকের চাহিদা অনুযায়ী । |
৫ |
বিভিন্ন মামলায় আটক মূল্যবান দ্রব্যাদি নিরাপদ হেফাজতে সংরক্ষণ ও সংশ্লিষ্ট আদালতের নির্দেশ অনুযায়ী সরবরাহ |
বিভিন্ন মামলায় আটক মূল্যবান দ্রব্যাদি আটককারী আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও ট্রেজারী অফিসারের উপস্থিতিতে নিরাপদ হেফাজতে সংরক্ষণ করা হয় । |
সংশ্লিষ্ট আদালতের নির্দেশ অনুযায়ী সরবরাহ করা হয়। |
৬ |
অলিখিত পাসপোর্ট সংরক্ষণ ও পাসপোর্ট অফিসের চাহিদানুযায়ী সরবরাহ |
একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পাসপোর্ট অফিসার এবং পুলিশ ফোর্সসহ ঢাকা হতে পাসপোর্ট সংগ্রহ করে ট্রেজারীতে সংরক্ষণ করা হয় । |
পাসপোর্ট শাখার চাহিদানুযায়ী প্রতিদিন সরবরাহ করা হয়। |
0
০১. জিপিও, বিজিপ্রেস হতে যাবতীয় স্ট্যাম্প সংগ্রহ ও সংরক্ষণ ।
০২. জনসাধারন ও ভেন্ডারগনের চাহিদা অনুযায়ী মজুদ সাপেক্ষে জুডিশিয়াল/ নন-জুডিশিয়াল স্ট্যাম্প সরবরাহ ।
০৩. সকল সরকারি অফিস ও ডাকঘরের চাহিদা অনুযায়ী সার্ভিস ডাকটিকেট/ সাধারণ ডাকটিকেট ও পোস্টাল খাম সরবরাহ ।
০৪. যাবতীয় পাবলিক পরীক্ষার গোপনীয় কাগজপত্র সংরক্ষণ ও সময়মত সরবরাহ।
০৫. মূল্যবান সম্পদ ও গোপনীয় দ্রব্যাদি নিরাপদ হেফজতে সংরক্ষণ ।
০৬. বিভিন্ন মামলায় আটক মূল্যবান দ্রব্যাদি নিরাপদ হেফাজতে সংরক্ষণ ও সংশ্লিষ্ট আদালতের নির্দেশ অনুযায়ী সরবরাহ ।
০৭. অলিখিত পাসপোর্ট সংরক্ষণ ও পাসপোর্ট অফিসের চাহিদানুযায়ী সরবরাহ ।
০৮. ট্রেজারিশাখার কর্মচারীদের সংস্থাপন বিষয়ক কার্যাবলী ।
0
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS