Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
স্থানীয় সরকার শাখা, ব্রাহ্মণবাড়িয়া
Details

স্থানীয়  সরকার, পলস্নী  উন্নয়ন  ও  সমবায়  মন্ত্রণালয়ের  স্থানীয়  সরকার  বিভাগের বিভিন্ন  আদেশ, নির্দেশ, বিধি, সার্কুলার এ শাখার মাধ্যমে  বাসত্মবায়ন করা  হয়ে  থাকে।


Citizen Service

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রাপ্তির প্রক্রিয়া

০১.

জন্ম ও মৃত্যূ নিবন্ধন সনদ বিতরণ সংক্রান্ত

পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ বিতরণ কার্যক্রম তত্ত্বাবধান, এ সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ। পৌরসভা/ইউপি চেয়ারম্যান, সদস্য,সচিব ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ।

০২.

নির্বাচন সংক্রান্ত

জাতীয় নির্বাচন/ স্থানীয় নির্বাচনের প্রশাসনিক প্রস্ত্ততি/ আয়োজন, ভোটার তালিকা প্রনয়ন, ভোট কেন্দ্র নির্ধারণ, মনোনয়নপত্র গ্রহন, বাছাই ও নির্বাচন পরিচালনা সম্পন্ন করা। তাছাড়া জেলা নির্বাচন কার্যালয় কর্তৃক নির্বাচন সংক্রান্ত গৃহীত বিভিন্ন কার্যক্রমের তত্ত্বাবধান।

০৩.

সার ও বীজ মনিটরিং সংক্রান্ত

অত্র জেলার সার ও বীজ বিতরণ, বরাদ্দ প্রদান, উত্তোলন  কার্যাদি মনিটরিং করা হয়, ডিলার নিয়োগ কার্যক্রম বিধি মোতাবেক নিষ্পন্ন করা হয় ।

০৪.

 ইউনিয়ন পরিষদের সচিব/ দফাদার ও মহল্লাদারদের নিয়োগ ও অন্যান্য বিষয়াদি

 সংক্রান্ত।

ইউনিয়র পরিষদ সচিব/ দফাদার/মহল্লাদারদের নিয়োগ, বদলী এবং তাদের সংস্থাপন বিষয়াদি ব্যবস্থাপনা ও সংরক্ষণ।

০৫.

স্যানিটেশন সংক্রান্ত

 বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদের আওতাধীন এলাকায় বিদ্যমান স্যানিটেশন ও পয়ঃনিষ্কাশন সংক্রান্ত কার্যাদি তত্ত্বাবধান।

০৬.

উন্নয়ন মূলক কার্যক্রম সংক্রান্ত

 পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তত্ত্বাবধান ও তথ্যাদি সংরক্ষন।

০৭.

ইউনিয়ন পরিষদের বাজেট ও এ্যাসেসমেন্ট তালিকা অনুমোদন সংক্রান্ত

ইউনিয়ন পরিষদ সমূহের আর্থিক  সনের বাজেট ও এসেসমেন্ট  যাচাই অন্তে অনুমোদন করা হয়। 

 

০৮.

দরপত্র সিডিউল  সংক্রান্ত

 জেলা পরিষদ, এলজিইডি, পৌরসভা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা পরিষদের বিভিন্ন প্রকল্প ও হাট-বাজারের দরপত্র বিক্রি, দরপত্র বাক্সে গ্রহন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন।

০৯.

হাট-বাজার

 সংক্রান্ত

এ জেলার বিভিন্ন উপজেলায় বিদ্যমান হাট-বাজারের টোল চার্ট অনুমোদন, ইজারা সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ।                                                                             

 

১০.

উপজেলা পরিষদের কার্যাবলী তত্ত্বাবধান

উপজেলা পরিষদের সম্পত্তি ও অন্যান্য বিষয়াদি সংক্রান্ত কার্যক্রম তদারকি, তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা।

১১.

অভিযোগ সংক্রান্ত

পৌরসভা চেয়ারম্যান/ প্রশাসক/ কমিশনার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ সদস্য/ সচিব/ দফাদার/মহল্লাদার এর বিরুদ্ধে  ও অন্যান্য কার্যাদির বিরুদ্ধেত অভিযোগ পাওয়ারপর তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে তদন্ত করানো হয়।প্রয়োজনীয়  ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে/নির্বাচন কমিশনে ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে  প্রেরণ করা হয়ে থাকে এবং অবশিষ্টগুলো এ কার্যালয়ে বিধি মোতাবেক নিষ্পত্তি করা হয় ।


Current Project

বর্তমানে কোন প্রকল্প নেই


Duties

১।  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ, ইউপি‘র কার্যক্রম মনিটরিং, ইউপি চেয়ারম্যান, সদস্য,  ইউপিসচিব, দফাদার ও মহলস্নাদারদের সম্মানী ও বেতন-ভাতা  প্রদান  ইত্যাদি।

২।  জন্ম  ও মৃত্যু  নিবন্ধন সংক্রা  কার্যক্রম মনিটরিং  ও একত্রীভূত  বিবরণী প্রেরণ।

৩। জাতীয়/ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান আয়োজন, ভোটার তালিকা প্রনয়ণ, ভোট কেন্দ্র  নির্ধারণ,  মনোনয়নপত্র গ্রহণ, বাছাই  এবং এতদসংক্রামত্ম  সকল  কার্যক্রম ।

৪।  উপজেলা  পরিষদ, পৌরসভা এবং  ইউনিয়ন পরিষদ কর্তৃক  গৃহীত  বিভিন্ন  উন্নয়নমুলক কার্যক্রম তদারকি  এবং তথ্যাদি  সংরÿণ ।

৫।  উপজেলা পরিষদ, পৌরসভা  ও ইউনিয়ন পরিষদ  পরিদর্শন  ।

৬।  ইউনিয়ন তথ্য  ও সেবাকেন্দ্র  আরো আধুনিক ও যন্ত্রপাতি সমৃদ্ধ করে  জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেয়ার  লÿÿ্য  এ সংক্রামত্ম  সকল প্রকার কার্যক্রম

৭।  উপজেলা পরিষদ, পৌরসভা  ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/মেয়র/ কাউন্সিলর/ সদস্য/ ইউপি সচিব্/ দফাদার /মহলস্নাদারদের  বিরম্নদ্ধে আনীত  অভিযোগ তদমত্ম  ও ব্যবস্থা  গ্রহণ।

৮।  অডিট  আপত্তি   নিস্পত্তির  ব্যব্স্থা  গ্রহণ।

৯।  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, ইউপি সচিব ও গ্রাম পুলিশদের সম্মানী/বেতন-ভাতা/ পোষাক  সরবরাহের  বাজেট  প্রনয়ন।

১০।  গ্রাম  পুলিশদের  পোষাক ও সরঞ্জামাদি  সরবরাহের  সকল  কার্যক্রম ।

১১।  ইউনিয়ন  পরিষদ  ভবন  নির্মাণ  সংক্রামত্ম।

১২।  উপজেলা পরিষদ, পৌরসভা  ও ইউনিয়ন পরিষদ  সংক্রামত্ম  যাবতীয় দেওয়ানী  মামলার  কার্যক্রম  গ্রহণ।

১৩।  উপজেলা পরিষদ, পৌরসভা  ও ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান,  ইউপি সচিব ও তথ্যসেবা কেন্দ্রের  উদ্যোক্তাদের  প্রশিÿণ  আয়োজন

১৪।  বিভিন্ন  প্রকল্পের অধীনে কর্মশালা  আয়োজন ও সুপারিশ  প্রণয়ন।

১৫।  স্থানীয়  বিভিন্ন  অফিসের  দরপত্র  সিডিউল  বিক্রয় ।

১৬। জেলার  বিভিন্ন  হাটবাজারের টোল  চার্ট অনুমোদন, ইজারা সংক্রামত্ম তথ্যাদি সংরÿণ।


Contact
স্থানীয়  সরকার  শাখা, ব্রাহ্মণবাড়িয়া ।
Others

0