জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া।
ক্র: নং |
সেবার নাম |
1. |
জনসাধারণকে এ কার্যালয় হতে ই-সেবা প্রদান।
|
2. |
ইউনিয়ন ডিজিটাল সেন্টার ( UDC) হতে ই-সেবা গ্রহণের জন্য জনসাধারণকে উদ্বুদ্ধকরণ এবংইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান। |
3. |
DICTC এবং UICTC এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারী/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হতে জনসাধারণকে ই-সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদান। |
4. |
LAN নেটওয়ার্কিং এর মাধ্যমে এ কার্যালয়ের সকল শাখা হতে জনসাধারণকে ই-সেবা প্রদানে প্রয়োজনীয় সহায়তা প্রদান। |
5. |
Front Desk এর মাধ্যমে জনসাধারণকে One Stop Service প্রদান।
|
6. |
বিভিন্ন শাখার ‘সিটিজেন চার্টার’ জনসাধারণকে অবহিতকরণ এবং জনসাধারনকে প্রয়োজনীয় সেবা গ্রহণে সহায়তা প্রদান। |
7. |
কর্মকর্তা ও কর্মচারীদের আই.সি.টি সংশ্লিষ্ট প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান।
|
8. |
আই.সি.টি সংশ্লিষ্ট সরকারী নির্দেশনা বাস্তবায়ন।
|
9. |
এ কার্যালয়ে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান/সরকারী প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন এবং পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা প্রদান। |
১. ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) স্থাপন ।
২. জেলা প্রশাসকের কার্যালয়ে ই-ফাইলিং চালু ।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় আইসিটি কার্যক্রম:
জেলা প্রশাসনের সকল সেবা এখন ডিজিটাল পদ্ধতিতে জনগণের দোরগোড়ায় । বর্তমানে জেলা ওয়ান-স্টপ সার্ভিসসেন্টার এর মাধ্যমে সকল প্রকার নাগরিক, দাপ্তরিক ও খতিয়ানের নকলের আবেদন অনলাইনে গ্রহণ করা হয় এবং কম্পিউটারাইজড খতিয়ান সরবরাহ করা হয় । বিগত এক বছরে অনলাইনে পত্র গ্রহণ বেড়েছে এবং নকল আবেদন গ্রহণের হার গড়ে বেড়েছে । অন-লাইনে নকলের আবেদন গ্রহণ করায় জনগণ কে দ্রুততর সেবা প্রদান সম্ভব হয়েছে । মার্চ’১৪ মাসে মোট ১,৮০৫ টি, এপ্রিল’১৪ মাসে মোট ১,৮৫৫ টি এবং মে’১৪ মাসে মোট ১৬৪৫টি নকলের আবেদন অনলাইনে গ্রহণ করা হয় এবং নির্দিষ্ট সময়ে নিষ্পত্তি করা হয়।
জনগণকে সুস্পষ্ট তথ্য নির্ভর মৌখিক সেবা প্রদান করার ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাড়ানোর প্রতি জোর দেওয়া হচ্ছে । জেলা প্রশাসকের কার্যালয়ের ফ্রন্ট ডেস্ক হতে জানুয়ারি, ২০১৪ হতে অক্টোবর, ২০১৪ পর্যন্ত মোট-১৮৫১জনকে মৌখিক সেবা প্রদান করা হয় এবং সেবাগ্রহীতার সংখ্যায় বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে ।
সরকারি অফিসে তথ্য প্রযুক্তির ব্যবহার প্রক্রিয়ার অংশ হিসেবে চালুকৃত জাতীয় ই-সেবা সিস্টেম তথা NESS ব্যবহারে ব্রাহ্মণবাড়িয়া অগ্রগামী ভূমিকা রেখেছে । জাতীয় ই সেবা সিস্টেম নতুন ইউজার তৈরী এবং ব্যবহারকারীগণের আইডি এবং পাসওয়ার্ড সহ সকল কার্যক্রম আইসিটি শাখা হতে সম্পন্ন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মচারীদের নেস ব্যবহার ও কম্পিউটার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৩ সালে ২টি ব্যাচে ৬০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয় । আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন কর্মসূচী’র আওতায় জেলার শিক্ষকদের ২১ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয় । এছাড়া ২০১৪ সালের শুরুতেই ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কে লার্নিং ও আর্নিং এর উপর প্রশিক্ষণ দেওয়া হয় । তাছাড়া হাইটেক পার্ক সেমিনার, ইনোভেশন ফর গ্রীণ বিল্ডং টেকনোলজি সেমিনার আয়োজন করা হয়েছে ।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ১০০ টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র আছে । মাসে প্রতি ডিজিটাল সেন্টার থেকে গড়ে ৭০-১০০ জন সেবাগ্রহীতা স্কাইপে দেশ-বিদেশে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলেন। গড়ে প্রতি ডিজিটাল সেন্টার থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতিদিন লেনদেন সম্পন্ন হয় । সরকারী ও বেসরকারীভাবে বিদেশে চাকুরী প্রার্থীর অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হয় এসকল ডিজিটাল সেন্টার এর মাধ্যমে। ডিজিটাল সেন্টার এর সকল কার্যক্রম আইসিটি শাখা হতে মনিটরিং করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার হালনাগাদ তথ্য সংবলিত জেলা ওয়েব পোর্টাল আছে । জেলার ০৯টি উপজেলা ও ১০০টি ইউনিয়নের ওয়েব পোর্টাল যুক্ত । জেলা পর্যায়ের সরকারী অফিসের হালনাগাদ তথ্যসহ ০৯টি উপজেলার সরকারী অফিসের এবং শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারী প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এর হালনাগাদ তথ্য এ ওয়েব পোর্টালে সংযুক্ত ।
শিক্ষায় তথ্য প্রযুক্তির ব্যবহারঃ
শিক্ষায় তথ্য প্রযুক্তি এই মূল মন্ত্র ধারণ করে“মাল্টিমিডিয়া ক্লাসরুম” ও “শিক্ষক কর্তৃক ডিজিটাল কন্টেন্ট তৈরী” নামে মডেলের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া মাধ্যমিক শিক্ষক কে“শিক্ষক কর্তৃক ডিজিটাল কন্টেন্ট তৈরী” মডেলের আওতায় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ।
“মাল্টিমিডিয়া ক্লাসরুম” মডেলের আওতায় মাধ্যমিক স্কুল ও কলেজে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে এবং এ সকল ল্যাব এ শিক্ষার্থী ও শিক্ষকগণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
প্রাথমিক বিদ্যালয়ে সরকার কর্তৃক ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর সরবরাহ করা হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সেবা কে জনগণের দারগোড়ায় পৌছানোর অংশ হিসেবে ফেসবুকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের একটি পেজ খোলা হয় । উক্ত পেজ এ জেলা প্রশাসনের কর্মকান্ডের হালনাগাদ তথ্য নিয়মিত সরবরাহ করা হয়।
0
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS