Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জে.এম শাখা, ব্রাহ্মণবাড়িয়া।
Details

শাখার পরিচিতি

১। আইন-শৃংখলা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম, ২।মোবাইল কোর্ট পরিচালনা নিয়ন্ত্রণ, দায়িত্ব প্রদান, তথ্য প্রেরণ ও সম্মানী পরিশোধ, ৩। আতশবাজী, আগ্নেয়াস্ত্র ও সিনেমা হল লাইসেন্স সংক্রান্ত কার্যক্রম ৪। পত্রিকা ও ছাপাখানা সংক্রান্ত কার্যক্রম, ৫। পিপি, এপিপি নিয়োগ ও তাদের সম্মানী পরিশোধ সংক্রান্ত কার্যক্রম, ৬। আইন-শৃংখলা সংক্রামত্ম বিভিন্ন বিষয়ে ম্যাজিস্ট্রেট নিয়োগ, ৭। জ্বালানী তেল ও সিনজি’র অনাপত্তি সনদ প্রদান, ৮। মেলা, যাত্রা, সার্কাস এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অনুমতি প্রদান, ৯। মুক্তিযোদ্ধা সংক্রান্ত কার্যক্রম, ১০। কারাগার সংক্রান্ত কার্যক্রম।


Citizen Service

নাগরিক সেবা

জে, এম শাখায় সম্পাদিত কাজ ও প্রদত্ত নাগরিক সেবা সমূহঃ

 

ক্রমিক নং

প্রদত্ত সেবা সমূহ

সেবা প্রাপ্তির প্রক্রিয়া

সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় সময়

০১

আইন-শৃংখলা রক্ষার্থে ম্যাজিস্ট্রেট নিয়োগ

আইন-শৃংখলা পরিস্থিতির অবনতিকারী কোন ঘটনা সংঘটনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট/অতিরিক্তজেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করতে হবে।

প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদনের মাধ্যমে তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা নেয়া হয়।

০২

হলফনামা সম্পাদন

দায়িত্ব প্রাপ্ত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের বরাবরে ২০০/- টাকার কোর্ট ফি সহকারে আবেদন করতে হয়।

আবেদন প্রাপ্তির কার্যদিবসে আবেদনকারী (হলফ প্রদানকারী), বিজ্ঞ আইনজীবি ও সাক্ষির উপস্থিতিতে হলফনামা সম্পাদন করা হয়।

০৩

বিষ লাইসেন্স

প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসক বরাবরে আবেদন করতে হবে।

আবেদন প্রাপ্তির পর তদমত্ম সাপেক্ষেসর্বোচ্চ ০১ (এক) মাসের মধ্যে লাইসেন্স ইস্যু/নিষ্পত্তি করা হয়।

০৪

কারাগারে বিচারাধীন আসামীদের উন্নত চিকিৎসা ও তাদের সাথে সাক্ষাৎ

জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করতে হয়।

আবেদন প্রাপ্তির ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করা হয়।

০৫

জাতীয় দিবস উপলক্ষেকারাবন্দী মুক্তি সংক্রামত্ম

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে এতদ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্তঅনুযায়ী নির্ধারিত ছক মোতাবেক মুক্তিযোগ্য বন্দিদের তালিকা প্রেরণ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পত্র প্রাপ্তির পর সম্ভাব্য দ্রম্নততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা হয়।

০৬

বিজ্ঞ পিপি/অতিঃ পিপি/বিশেষ পিপি/এপিপিদের সম্মানী পরিশোধ সংক্রান্ত

জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে সম্মানী ভাতার বিল দাখিল করতে হয়।

বরাদ্দ থাকা ও বিল অনুমোদন সাপেক্ষে১৫ কার্যদিবসের মধ্যে পরিশোধের ব্যবস্থা করা হয়।

০৭

বেওয়ারিশ লাশ দাফনের ব্যয় সংক্রান্ত

প্রয়োজনীয় প্রমাণপত্রাদিসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করতে হয়।

বরাদ্দ থাকা ও বিল অনুমোদন সাপেক্ষে১৫ কার্যদিবসের মধ্যে বিল পরিশোধ করা হয়।

০৮

মাইক ব্যবহারের অনুমতি সংক্রান্ত

জেলা প্রশাসক বরাবরে আবেদন করতে হয়।

আবেদন প্রাপ্তির ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করা হয়।

০৯

বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অনুমতি

জেলা প্রশাসক বরাবরে আবেদন করতে হয়।

আবেদন প্রাপ্তির পর তদন্ত সাপেক্ষেসম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা হয়।

১০

জ্বালানী তেল ও সিএনজি ব্যবসার অনাপত্তি সনদ প্রদান

জেলা প্রশাসক বরাবরে আবেদন করতে হবে।

আবেদন প্রাপ্তির পর তদন্ত সাপেক্ষেসর্বোচ্চ ০১ (এক) মাসের মধ্যে নিষ্পত্তি করা হয়।

১১

ছাপাখানা ও সংবাদপত্রের ঘোষণা সংক্রান্ত

জেলা প্রশাসক বরাবরে আবেদন করতে হবে।

আবেদন প্রাপ্তির পর তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষেসর্বোচ্চ ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করা হয়।

১২

আগ্নেয়াস্ত্র লাইসেন্স ইস্যু ও নবায়নকরণ

নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করতে হবে।

(১)পিস্তল ও রিভলবারের

ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরঅনাপত্তি প্রাপ্তির সর্বোচ্চ ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে লাইসেন্স ইস্যুকরা হয়।

(২) বন্দুক/শর্টগান লাইসেন্সের ক্ষেত্রে তদন্ত প্রতিবেদনপ্রাপ্তি সাপেক্ষেসর্বোচ্চ ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে লাইসেন্স ইস্যু করাহয়ে থাকে।

(৩) লাইসেন্স নবায়নের ক্ষেত্রে প্রতি বছর ডিসেম্বর মাসে নবায়নের জন্য তারিখ নির্ধারণ পূর্বক বিজ্ঞপ্তি জারী করা হয়।

১৩

সিনেমা হল লাইসেন্স ইস্যু ও নবায়ন এবং সেন্সরসীপ সংক্রান্ত

নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করতে হবে।

নতুনসিনেমাটোগ্রাফী লাইসেন্স ইস্যু করার পূর্বে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণেরআপত্তি আছে কিনা এবং প্রস্তাবিত এলাকা পরিদর্শন করে মসজিদ, মন্দির, স্কুল-কলেজ, মাদ্রাসা, কবরস্থান ইত্যাদি পারিপার্শ্বিক বিষয় যাচাইয়াঅনাপত্তির ভিত্তিতে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে বিধিমোতাবেক লাইসেন্সইস্যু করা হয় এবং প্রতি বছর ডিসেম্বর মাসে পরবর্তী সনের জন্য লাইসেন্সনবায়ন করা হয়।

১৪

যাত্রা, সার্কাস,মেলা, যাদু প্রদর্শনী, পুতুলনাচ, হাউজী ও লটারী আয়োজনের অনুমতি সংক্রান্ত

জেলা প্রশাসক বরাবরে আবেদন করতে হয়।

আবেদন প্রাপ্তির পর তদন্ত সাপেক্ষেসর্বোচ্চ ০১ (এক) মাসের মধ্যে লাইসেন্স ইস্যু/নিষ্পত্তি করা হয়।

১৫

আতশবাজী লাইসেন্স ইস্যু ও নবায়নকরণ

জেলা প্রশাসক বরাবরে আবেদন করতে হয়।

আবেদন প্রাপ্তির পর তদন্ত সাপেক্ষেসর্বোচ্চ ০১ (এক) মাসের মধ্যে লাইসেন্স ইস্যু/নিষ্পত্তি করা হয়।

১৬

মুক্তিযোদ্ধাদের বিভিন্ন আবেদন অগ্রবর্তীকরণ ও মৃত মুক্তিযোদ্ধাদের দাফন-কাফনে ব্যয়িত অর্থ পরিশোধ

জেলা প্রশাসক বরাবরে আবেদন করতে হয়।

 

Duties

কার্যক্রম

০১. জেলা ম্যাজিস্ট্রেটের বিচার সংক্রান্ত যাবতীয় কার্যক্রম।

০২. ভ্রাম্যমান আদালত পরিচালনা সংক্রান্ত।

০৩. নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা প্রদান কার্যক্রম।

০৪. আইন-শৃংখলা রক্ষা, তদন্ত,পাবলিক পরীক্ষা, নির্বাচন প্রভৃতি কাজে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ।

০৫. হাইকোর্ট/সুপ্রীমকোর্ট সংক্রান্ত কার্যক্রম (ফৌজদারী বিষয়ক)

০৬. আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান ও নবায়ন ।

০৭. সিনেমা লাইসেন্স প্রদান ও নাবয়ন ।

০৮. জেলা কারাগার সংক্রান্ত কার্যক্রম ।

০৯. বিস্ফোরক দ্রব্রাদির লাইসেন্স প্রদানের বিষয়ে অনাপত্তি সদন প্রদান ।

১০. এফিডেভিট ।

১১. যাত্রা,সার্কাস,মেলা ইত্যাদির অনুমতি প্রদান ।

১২. মুক্তিযুদ্ধ বিষয়ক মুক্তিযোদ্ধা তালিকা, ভাতা, কমান্ড কাউন্সিল, কল্যাণ ট্রাস্ট সংক্রাক্ত কার্যক্রম ।

১৩. বিভিন্ন অনুষ্ঠানের অনুমতি প্রদান ।

১৪. জাতীয় দিবস উপলক্ষে আসামী মুক্তি ।

১৫. কবর হতে লাশ উত্তোলনের অনুমতি প্রদান ।

১৬. বেওয়ারিশ লাশ দাফনের বরাদ্দ প্রদান ।

১৭. ফ্লাগ মিটিং সংক্রান্ত কার্যক্রম ।

১৮. আইন-শৃংখলা বিষয়ক কার্যক্রম ।

১৯. চোরাচালান/মাদকদ্রব্য পাচার নিরোধ বিষয়ক কার্যক্রম ।

২০. নারী ও শিশু নির্যাতন নিরোধ বিষয়ক কার্যক্রম ।

২১. নারী ও শিশু পাচার নিরোধ সংক্রান্ত কার্যক্রম ।

২২. প্রিন্টিং প্রেস ও পাবলিকেশন সংক্রান্ত কার্যক্রম ।

২৩. রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার বিষয়ক কার্যক্রম ।

২৪. মেট্রিক পদ্ধতি সংক্রান্ত কার্যক্রম ।

২৫. মুসলিম পারিবারিক আইন সংক্রান্ত কার্যকম ।

২৬. পিপি/এপিপি/জিপি/এজিপিগণের নিয়োগ ও ভাতা প্রদান সংক্রান্ত কার্যক্রম ।

২৭. পুলিশ বিভাগ সংক্রান্ত কার্যকম (বিচার শাখা ব্যতীত) ।

২৮. শ্রমিক সংগঠন সংক্রান্ত কার্যক্রম ।

২৯. মাইনর এ্যাক্টস সংক্রান্ত ।

৩০. বিআরটিএ সংক্রান্ত বিষয়াদি ।


Contact

জে. এম শাখা (৩য় তলা), জেলা প্রশাসকের কার্যালয়,  ব্রাহ্মণবাড়িয়া।   ফোন নম্বরঃ ০৮৫১-৫৮৫১৭