Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
নেজারত শাখা ,ব্রাহ্মণবাড়িয়া
Citizen Service

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রাপ্তির প্রক্রিয়া

সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় সময়

০১

সকল প্রকার বিল ট্রেজারী হতে পাশকরণ, চেক ব্যাংকে জমাদান, ব্যাংক হতে অর্থ উত্তোলন ও বিতরণ এবং ক্যাশ বহি, সাবসিডিয়ারী ক্যাশ বহি, আনুষাংঙ্গিক রেজিষ্টার, ট্রেজারী রেমিটেন্স ইত্যাদি লিখন ও সংরক্ষণ

৪র্থ শ্রেণীর কর্মচারীদের বেতন ভাতাদি উত্তোলন পূর্বক যথাযথভাবে বিতরণ করা হয় এবং সংশিস্নষ্ট রেজিষ্টারসমূহ যথাযথভাবে সংরক্ষণ করা হয়।

ব্যাংক হতে অর্থ প্রাপ্তি সাথে সাথে বন্টনের ব্যবস্থা করা হয়।

০২

বিশেষ বাহকের ব্যবস্থা করণ

প্রশাসনিক জরম্নরী প্রয়োজনে বিশেষ বাহক মারফত কার্য সম্পাদন করা হয়

বিভিন্ন শাখা হতে চাহিদা সাপেক্ষে প্রেরণের ব্যবস্থা করা হয়।

০৩

নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৮১ এর আওতায় স্বর্ণ, কাপড়, লৌহ, সিমেন্ট, স্বর্ণশিল্প (কারিগরি), সিগারেট , সুতা, শিশু খাদ্য দ্রব্য ডিলিং লাইসেন্স ব্যাংক চালানের মাধ্যমে নির্ধারিত ফি আদায় সাপেক্ষে নীতিমালা অনুযায়ী ইস্যু ও নবায়ন করা হয়। প্রচলিত নীতিমালা অনুযায়ী ব্যাংক চালানের মাধ্যমে নির্ধারিত ফি আদায় সাপেক্ষে জেলায় অবস্থিত আবাসিক হোটেল ও রেসেত্মারার লাইসেন্স ইস্যু ও নবায়ন করা হয়ে থাকে। তাছাড়া এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০৪ এবং ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ২০০১ অনুযায়ী নির্ধারিত ফি ব্যাংক চালানের মাধ্যমে আদায় সাপেক্ষে লাইসেন্স ইস্যু ও নবায়ন করা হয়ে থাকে। এ সকল ব্যাংক চালানের বিবরণ সংশিস্নষ্ট রেজিষ্টারে যথাযথভাবে সংরক্ষণ করা হয়ে থাকে।

 

 

সরকারী রাজস্ব আদায়ের স্বার্থে আবেদনকারীর অনুকহলে সংশিস্নষ্ট অর্থ বছরে লাইসেন্স ইস্যু করা এবং প্রতি অর্থ বছরের প্রারম্ভে ইস্যুকৃত সকল প্রকার লাইসেন্স নবায়নের ব্যবস্থা গ্রহণ করা হয়।

ক) লাইসেন্স প্রদানের ক্ষেত্রে এতদসংক্রামত্ম তদমত্ম প্রতিবেদন পাওয়ার পর লইসেন্স ফি জমাদান সাপেক্ষে সর্বোচ্চ ১৫(পনের) দিনের মধ্যে লাইসেন্স দেয়া হয়।

খ) লাইসেন্স নবায়নের ‌ক্ষেত্রে আবেদন পত্র প্রাপ্তির পর ও নবায়ন ফি জমাদান সাপেক্ষে সর্বোচ্চ ০৭ দিনের মধ্যে নবায়ন করা হয়।

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রাপ্তির প্রক্রিয়া

সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় সময়

০৪

প্রটোকল সংক্রামত্ম কাজে ও প্রশাসনিক জরম্নরী প্রয়োজনে যানবাহন রিকুইজিশন, খাত ভিত্তিক জ্বালানী সরবরাহ এবং এতদসংক্রামত্ম জ্বালানীর হিসাব ও নগশীট যথাযথভাবে সংরক্ষণ করা হয়।

ভিভিআইপি ও ভিআইপিগণের ব্যবহারের নিমিত্ত প্রয়োজনীয় যানবাহন ও জ্বালানীর ব্যবস্থা করা হয়।

বার্তা পাওয়ার সাথে সাথে

০৫

ব্রাহ্মণবাড়িয়া জেলায় আগত ভিভিআইপ, ভিআইপি ও উর্দ্ধতন কর্মকর্তাদের সফরসূচী তৈরী ও সংশিস্নষ্টদের মধ্যে বিতরণ নিশ্চিত করণ।

ব্রাহ্মণবাড়িয়া জেলায় ভিভিআইপি, ভিআইপিগণের সফরসূচী পাওয়া মাত্র সংশিস্নষ্টদের মধ্যে বিতরণ নিশ্চিত করা হয়।

বার্তা পাওয়ার সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হয়।

০৬

সুপ্রিমকোর্ট, হাইকোর্টসহ বিভিন্ন আদালত হতে প্রাপ্ত নোটিশ, সমন/পরোয়ানা এবং বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও অত্র কার্যালয়ের অন্যান্য শাখা হতে প্রাপ্ত পত্র সমূহ যথাযথভাবে জারীর ব্যবস্থা নিশ্চিত করণ

আদালত হতে প্রাপ্ত নোটিশ, সমন/পরোয়ানা যথাযথভাবে জারীর ব্যবস্থা গ্রহণ করা হয়।

নির্ধারিত তারিখের মধ্যে এসআর কপি প্রেরণের ব্যবস্থা গ্রহন করা হয়।

০৭

ভিআইপি/ভিভিআইপিগণের লিষ্ট প্রণয়ন ও সংরক্ষণ, প্রযোজ্য ক্ষেরে বিল বন্টন, ভিআইপি/ভিভিআইপিগণের থাকা ও যাতায়ত নিশ্চিতকরণ এবং সকল জাতীয় দিবস ও সরকার ঘোষিত অনুষ্ঠানমালা উদযাপন সংক্রামত্ম নথি সংরক্ষণ ও ব্যবস্থা গ্রহণ

নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বেই আগত অতিথিবৃন্দ ও ভিআইপি/ভিভিআইপিগণের আগমন, জাতীয় দিবস ও অন্যান্য অনুষ্ঠানমালার আমন্ত্রন পত্র/অফিস স্মারক যথাস্থানে বন্টনের ব্যবস্থা গ্রহন করা হয়।

নির্ধারিত তারিখের পূর্বেই সকল প্রস্ত্ততি সম্পন্ন করা হয়।


Current Project

0


Duties

১। স্বাধীনতা ও জাতীয় দিবস, বিজয় দিবস, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সরকার ঘোষিত বিভিন্ন দিবস উদযাপনের কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়ন।

 

২। বর্ষবরণ, মেলা, প্রদর্শনী, নৌকাবাইচ ইত্যাদি আয়োজন, সভা, সমাবেশ আয়োজন, অতিথি তালিকা প্রণয়ন ও সংরক্ষণ।

 

৩। ভিভিআইপি, ভিআইপি প্রটোকল, যানবাহন, নিরাপত্তা, জ্বালানী, আবাসন ইত্যাদি।

 

৪। গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জেলায় সফরসুচী বাস্তবায়ন, তাদের সম্মানে নৈশভোজ, মধ্যাহ্নভোজ আয়োজন।

 

৫।  সার্কিট হাউজ ব্যবস্থাপনা।

 

৬। ভ্রাম্যমান আদালত, আইনশৃংখলা রক্ষা কাজ, নির্বাচন, পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র, সরকারী স্ট্যাম্প আনয়ন ইত্যাদি কাজে সকল ধরনের গাড়ি, নৌযান রিকুইজিশন, জ্বালানী, জনবল সরবরাহ।

 

৭। জাতীয় পতাকা, জাতীয় সংগীত, জাতির জনক, মাননীয় প্রধানমন্ত্রীর ছবি, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর পার্সোনাল স্ট্যান্ডার্ড সংরক্ষণ, প্রদর্শন।

 

৮। কালেক্টরেট, সার্কিট হাউজ, বাংলোর আসবাবপত্র, যন্ত্রপাতি, টেলিফোন, ইন্টারকম, ফ্যাক্স, স্টেশনারী মালামাল সরবরাহ, মেরামত, সংরক্ষণ।

 

৯। পূর্ত ও বৈদ্যুতিক কাজের তদারকি, রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা, সাজসজ্জা, পরিচ্ছন্নতা নিশ্চিত করণ।

 

১০। জেলা পুলের গাড়ী, স্পিডবোট পরিচালনা, মেরামত, রক্ষণাবেক্ষণ, জ্বালানী সরবরাহ, বিল পরিশোধ।

 

১১। চর্তুথ শ্রেণীর কর্মচারী যেমন, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, দপ্তরী, জারীকারক, এমএলএসএস, নৈশপ্রহরী, ফরাস, মালী, ঝাড়ুদার, মশালচী নিয়োগ, পদোন্নতি, বেতনভাতা, ছুটি, শৃঙ্খলামূলক ব্যবস্থা ইত্যাদি সংস্থাপন বিষয়াদি।

 

১২। ড্রাইভার, স্পীডবোট চালকদের বেতনভাতা, ছুটি, পদায়ন, শৃঙ্খলামূলক বিষয়াদি।

 

১৩। স্বর্ণ, কাপড়, লৌহ, সিমেন্ট, স্বর্ণশিল্পী (কারিগরি), সিগারেট, সুতা, শিশু খাদ্য ডিলিং লাইসেন্স প্রদান, নবায়ন।

 

১৪। হোটেল ও রেস্তোরা লাইসেন্স, ইটভাটার লাইসেন্স ইস্যু ও নবায়ন।

 

১৫। এসিড ব্যবহার এবং পরিবহন লাইসেন্স ইস্যু ও নবায়ন।

 

১৬। টিসিবি ডিলারশীপ প্রদান সংক্রান্ত কাজ।

 

১৭। অডিট সম্পন্নকরন ও অডিট আপত্তি নিস্পত্তি।

 

১৮। মন্ত্রণালয়, বিভাগ, অত্রাফিসের পত্র, নোটিশ বাহকের মাধ্যমে জারী, বিভিন্ন অনুষ্ঠান, দিবসের আমন্ত্রণপত্র বিতরণ, আদালতের সমন, পরোয়ানা জারী।


Contact
নেজারত শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। ফোন নং- ০৮৫১ - ৫৮২১০
Others

0