Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
রেকর্ডরুম শাখা, ব্রাহ্মণবাড়িয়া
Details

এ শাখায় জাবেদা নকল/বিবিধ মামলার নকল সরবরাহ এবং রেকর্ড সংরক্ষণ করা হয়।


Citizen Service

ক্রঃনং

সেবার নাম

সেবা প্রাপ্তির প্রক্রিয়া

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়

০১

খতিয়ানের জাবেদা নকল সরবরাহ করণ

প্রতি খতিয়ানের জন্য আবেদনকারীকে সাধারণ আবেদনের ক্ষেত্রে কোর্টফি ৮/- টাকা, খতিয়ানের কোর্ট ফি ১/- টাকাসহ মোট ৯/-, জরম্নরী আবেদনের ক্ষেত্রে কোর্টফি ১৬/- টাকা, খতিয়ানের কোর্টফি ২/- টাকাসহ মোট ১৮/- টাকা কোর্টফি দিয়ে নির্ধারিত ফরমে থানা,মৌজা, খতিয়ান নম্বর ও দাগ নম্বর উলেস্নখ পূর্বক আবেদন করতে হয়।

সাধারণ আবেদনের ক্ষেত্রে ০৭(সাত) কার্যদিবস ও জরম্নরী আবেদনের ক্ষেত্রে ০৩(তিন) কর্মদিবসের মধ্যে জাবেদা খতিয়ানের নকল সরবরাহ করা হয়।

০২

ফৌজদারী মামলার জাবেদা  নকল সরবরাহ করণ

ফৌজদারী মামলার জাবেদা নকল সংগ্রহকরণের জন্য আবেদনকারীকে নির্ধারিত ৫/- এবং জরম্নরী ভিত্তিতে ১০/-কোর্টফিসহ নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। উক্ত আবেদন প্রাপ্তির পর তা সংশিস্নষ্ট অফিস/আদালতেপ্রেরণ করা হয়।

অফিস/আদালত হতে নথি প্রাপ্তির পর আবেদনকারীর নিকট হতে প্রয়োজনীয় কোর্টফি ও ফলিও প্রাপ্তি সাপেক্ষে আবেদনকারীকে ০৩(তিন) কর্মদিবসের মধ্যে অনুলিপি সরবরাহ করা হয়।

০৩

মৌজা  ম্যাপ সরবরাহ করণ

বিক্রির জন্য মৌজা ম্যাপ মজুদ থাকলে মৌজা ম্যাপ সরবরাহের ক্ষেত্রে সাধারণ আবেদনেরক্ষেত্রে কোর্টফি ৫/- টাকা এবং জরম্নরী আবেদনের ক্ষেত্রে কোর্টফি ১০/- টাকার কোর্টফিসহ নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। উক্ত আবেদনের প্রেক্ষিতে ১-৪৬৩৭-০০০১-১২২১ নং কোড নম্বরে ৩৫০/-(তিনশত পঞ্চাশ) টাকার চালান সোনালী  ব্যাংকে প্রদান করতে হয়।

চালান প্রাপ্তির সাপেক্ষে ০২(দুই) কর্মদিবসে ম্যাপ সরবরাহ করা হয়।

০৪

রাজস্ব ও বিবিধ মামলার জাবেদা নকল সরবরাহ করণ

জমা খারিজ, আপীল, ভিপি, এল.এ, সার্টিফিকেট ও বিবিধ মোকদ্দমার  নকলের জন্য নির্ধারিত ফরমে ৫/-টাকার কোর্টফি দিয়ে আবেদন করলে আবেদনটি সংশিস্নষ্ট অফিসে প্রেরণ করা হয়।

সংশিস্নষ্ট অফিস হতে নথি প্রাপ্তির পর আবেদনকারীর নিকট হতে প্রয়োজনীয় কোর্টফি ও ফলিও প্রাপ্তি সাপেক্ষে ০৩(তিন) কর্মদিবসের মধ্যে নকল সরবরাহ করা হয়।

০৫

তথ্য সরবরাহ

নির্ধারিত ফরমে ১০/-টাকার কোর্টফি দিয়ে সন্ধান জানার জন্য আবেদন করতে হয়।

আবেদনকারীকে০৩(তিন) কার্যদিবসের মধ্যে তথ্য সরবরাহ করা হয়।


Current Project

0


Duties

০১। জাবেদা নকল প্রস্ত্তত করণ।

০২। প্রতিদিন সকাল ০৯.০০টা হতে দুপুর ১২.০০টা পর্যমত্ম জাবেদা নকলের আবেদন গ্রহণ করা হয় এবং বৃহস্পতিবার কোন আবেদন গ্রহণ করা হয় না।

০৩। আবেদনকারীর মধ্যে প্রস্ত্ততকৃত খতিয়ান নির্ধারিত তারিখ বিকেল ০৩.৩০ টা হতে ০৫.০০ টা পর্যমত্ম বিতরন করা হয়।

০৪। যথাযথভাবেরেকর্ড সংরক্ষণ করা হয়।

০৫। বিভিন্ন অফিস হতে আগত রেকর্ডসমূহ শ্রেণী বিন্যাস অনুযায়ী সংরক্ষণ করা হয়।

০৬।রেকর্ড রম্নমে সংরক্ষতরেকর্ডসমূহশ্রেণী বিন্যাস অনুযায়ী নির্ধারিত তারিখের পর ধ্বংশ করা হয়(কমিটির মাধ্যমে)।

০৭। অতি গুরম্নত্বপূর্ণ নথি জাতীয় আর্কাইভ এ প্রেরণ করা হয়।


Contact
রেকর্ডরম্নম শাখা, জেলা প্রশাসকের কার্যালয়,  ব্রাহ্মণবাড়িয়া।
Others

0


Acting Officer