Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
আর.এম শাখা, ব্রাহ্মণবাড়িয়া
Details

জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া-৩৪০০


Citizen Service

রমিক নং

সেবার নাম

সেবা প্রাপ্তির প্রক্রিয়া

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময়

০১

জমা খারিজ আপীল মামলা

জমা খারিজের আপীলের আবেদন পাওয়ার পর পক্ষদ্বয়কে নোটিশ করা হয় এবং সংশ্লিষ্ট নথি তলব এবং শুনানীর পর রায় প্রদান করা হয়।

প্রায় ৬ মাস

০২

বন্দোবস্ত আপীল

বন্দোবস্ত আপীলের আবেদন পাওয়ার পর মামলা দায়ের করা হয়। উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে রেভিনিউ আদালতে হাজির করানোর পর শুনানীর মাধ্যমে রায় প্রদান করা হয়।

প্রায় ৪ মাস

০৩

রেকর্ড সংশোধন বা বিবিধ কেস

রেকর্ড সংশোধনের আবেদন পাওয়ার পর আবেদনকারীর কাগজপত্র পর্যালোচনা ও শুনানী অস্তে রায় প্রদানকরা হয়।

প্রায় ৪ মাস

০৪

রি-স্ট্যাম্পিং মামলা

আমমোক্তার নামার আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য প্রেরণ করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর স্ট্যাম্প দাখিলের জন্যআবেদনকারীকে বলা হয়। অত:পর আবেদনকারী কর্তৃক স্ট্যাম্প দাখিলের পর মামলাটি নিষ্পত্তি করা হয়।

প্রায় ২ মাস

০৫

বিনিময় মামলা

চুক্তিপত্রসহ আবেদন করলে তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট কমিটির সুপারিশ চাওয়া হয়। অত:পর কর্তৃপক্ষের সন্তুষ্টি সাপেক্ষে রেজিষ্টেশনের মাধ্যমে মামলাটির নিষ্পত্তি করা হয়।

প্রায় ৬ মাস

০৬

প্রবেট মামলা

আবেদনকারীর দরপত্র/হেবা এ ধরনের কোন দলিল পাওয়ার পর সিভিল কোর্ট দানকৃত জমির মূল্য নির্ধারণের জন্য কালেক্টর বরাবরে প্রেরণ করিলে কালেক্টর, সাব-রেজিস্টার কর্তৃক মূল্য নির্ধারণের জন্য তার নিকট প্রেরণ করেন। সাব-রেজিস্টার মূল্য নির্ধারণ রিপোর্ট কালেক্টরবরাবর প্রেরণ করেন এবং রিপোর্টটি সংশ্লিষ্ট সিভিল কোর্টেপাঠানো হয়।

প্রায় ৩ মাস

 

 

০৭

বিনষ্ট নন-জুডিশিয়াল স্ট্যাম্প

বিনষ্ট স্ট্যাম্পের আবেদন পাওয়ার পর ট্রেজারী অফিসারের মতামত নেয়া হয়। মতামত নেয়ার পর প্রতিবেদন সঠিক পাওয়া গেলে বিল প্রস্তুত করা হয়। বিল প্রস্তুতের পর স্বাক্ষরক্রমে হিসাব রক্ষণ অফিসে প্রেরণ করা হয়।

প্রায় ৩ মাস

০৮

স্ট্যাম্প ভেন্ডার লাইসেন্স প্রদান

আবেদন প্রাপ্তির পর আবেদনপত্রটি তদন্তের জন্য সাবরেজিষ্ট্রার/সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়। তদন্ত রিপোর্ট যদি আবেদনকারীর পক্ষে হয় তাহলে নির্ধারিত সরকারী ফি জমা প্রদানেরমাধ্যমে চালান দাখিল করলে লাইসেন্স ইস্যু করা হয়। আবেদনটি যদি নাকচ হয়, তবেতা আবেদনকারীকে অবহিত করা হয়।

প্রায় ২ মাস


Current Project

0


Duties

১। কালেক্টরের ১নং খাস খতিয়ানভূক্ত জমি সংক্রান্ত মহামান্য হাইকোর্ট, দেওয়ানী আদালত, বিভাগীয় কমিশনার অফিস, ভূমি আপীল বোর্ডে মামলার দফাওয়ারী জবাব, ওকালতনামা, কাগজাদি প্রেরণ, নোটিশ জারীর জন্য প্রেরণ।

 

২।জমা খারিজের আপীল মামলার কার্যক্রম।

 

৩।উচ্ছেদ মামলার কার্যক্রম, উচ্ছেদ কাজ তদারকী ও সমন্বয়।

 

৪।স্ট্যাম্প ভেন্ডার লাইসেন্স ইস্যু ও নবায়ন।

 

৫। দেওয়ানী মামলার বিবরণী প্রস্তুত ও প্রেরণ।

 

৬।বিজ্ঞ জিপি, এজিপি, এলজিপিগণের কার্যক্রম, ভাতা, বিল পরিশোধ।

 

৭।রিস্ট্যাম্পিং মামলা, বিনিময় মামলা, প্রবেট মামলা, অবমূল্যায়ন মামলা সংক্রান্ত কাজ।


Contact
আর এম শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া-৩৪০০
Others

0


Acting Officer