Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জেনারেল সার্টিফিকেট শাখা, ব্রাহ্মণবাড়িয়া
Details

জেনারেল সার্টিফিকেট শাখা,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর অধীন কার্যক্রম পরিচালনা করে থাকে        


Citizen Service

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রাপ্তির প্রক্রিয়া

সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় সময় 

 

 

সরকারী দাবী আদায় আইন - ১৯১৩ এর আওতায় সরকারী পাওনা আদায় করা হয়।

সরকারী দাবী আদায় আইন ১৯১৩ এর ১ নং তফসিলে উল্লিখিত  সকল সরকারী পাওনা আদায়ের  স্বার্থে সংশ্লিষ্ট প্রতিষ্টান হতে রিকুইজিশন (৫নং ধারা ) এর মাধ্যমে মামলা  আরম্ভ ও আইন অনুযায়ী সরকারী দাবী আদায়ে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হয় ।

অত্র আদালতে মামলা দায়ের এর পর হতে মামলা নিষ্পন্নকাল পর্যন্ত


Current Project

0


Duties

 

১। সরকারী পাওনা আদায় আইন, ১৯১৩ এর অধীনে সার্টিফিকেট মামলা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ।

 

২। সার্টিফিকেট মামলার নোটিশ জারী, সম্পত্তি ক্রোক, নিলাম, ওয়ারেন্ট জারী।

 

৩। কৃষি ঋণ বিতরণ, আদায়, সমন্বয়, কৃষি ঋণ বিতরণে

 প্রতিবন্ধকতা দূরীকরণ।

 

৪। জেলা কৃষি ঋণ কমিটির সভা, সার্টিফিকেট মামলার বিবরণী তৈরী।

 

৫। কোর্ট ফি আদায়।

 

6। এডভোলিয়াম কোর্ট ফি, প্রসেস ফি আদায় ও সংরক্ষণ করা হয়।

 

7। নিষ্পন্ন মামলা সমূহ রেজিষ্টার - ১০ এ সংরক্ষণ করা হয়।

 

8। অত্র আদালতের সাথে সংশ্লিষ্ট অন্যান্য ডায়েরী ও রেজিষ্টার সমূহ সংরক্ষণ করা হয় ।


Contact
জেনারেল সার্টিফিকেট শাখা,জেলা প্রশাসকের কার্যালয়,ব্রাক্ষণবাড়িয়া। ফোন নং-০৮৫১-৫৮৪৪৫
Others

0


Staffs
Acting Officer