ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণে পশ্চিম পাশে উলচাপাড়া গ্রামে উঁচু একটি ভিত্তি বেদীর পশ্চিম প্রান্তদেশে এই মসজিদ অবস্থিত । আয়তন ৫৩ x ২২ ফুট । দেওয়াল ৪ ফুট পুরু । ভিতরে অতি সুন্দর কারুকাজ । প্রধান গম্বুজের কেন্দ্র থেকে কয়েক ফুট নিচ পর্যন্ত অপূর্ব কারুকাজ । এমন স্থাপত্য কৌশল অন্য কোন মসজিদে দেখা যায় না । ভিতরে দেয়ালের সাজও অতি সুন্দর । ফরাসী ভাষায় একটি শিলালিপি উৎকীর্ণ আছে । তবে তা পাঠোদ্ধার করা যায় না ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস