শহীদ স্মৃতিসৌধ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিবাহিনীর আক্রমণে পাকবাহিনীর বিকল উভচর একটি ট্যাংক মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে মুক্তিযোদ্ধারা শহরের ফারম্নকী পার্কে সযত্নে স্থাপন করেন। পরবর্তীতে ১৯৮৩ সালে সামরিক শাসনামলে ট্যাংকটি কুমিলস্না সেনানিবাসে স্থানামত্মর করা হয়। এর বিরম্নদ্ধে এলাকার শামিত্মকামী মানুষের তীব্র প্রতিবাদ সামরিক শাসকদের বাধ্য করে উক্ত স্থানে তিন সত্মম্ভ বিশিষ্ট একটি মনোরম স্মৃতিসৌধ নির্মাণ করতে। ১৯৮৪ সালের ১৯ মে এর ভিত্তিপ্রসত্মর স্থাপন করা হয় এবং ১৯৮৫ সালের ২৯ এপ্রিল উদ্বোধন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস