Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বিবিধ
বিস্তারিত

সাইলো

 

খাদ্য, দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে দেশের সবচেয়ে বড় সাইলোর মধ্যে আশুগঞ্জ সাইলো অন্যতম। এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বে মেঘনা নদীর পাশে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে অবস্থিত। সাইলোর ক্ষমতা ৫০,০০০ মেঃ টনঃ। সাইলোটির কার্যক্রম ১৯৬৭ সালে আরম্ভ হয় এবং ১৯৭১ সালে সম্পূর্ন হয়। এতে গম সংরক্ষণ করা হয়।  

 

ফারুকী পার্কের দেয়াল ভাস্কর্য্ঃ

আবহমান বাংলার ঐতিহ্য, বায়ান্ন সালের ভাষা আন্দোলন, ৬৬ এর ছয়দফা আন্দোলন, ৬৯ সালের গণঅভ্যোত্থান ও ৭১ সালের মুক্তিযুদ্ধসহ বাংলদেশের ইতিহাসকে ফুটিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার ফারুকী পার্কের দেয়ালে এক অনিন্দ্য সুন্দর ভাস্কর্য্য তৈরী করা হয়েছে । চিত্রটি তার একটা সামান্য অংশ ফুটিয়ে তুলেছে ।ভাষা থেকে স্বাধীনতা "জাগরন" ভাস্কর্যের ভাস্কর-নিজাম ইসলাম। শুভ উদ্ভোধন করেন-প্রাক্তন জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল মান্নান।তারিখ-২৬ মার্চ,২০১২খ্রিস্টাব্দ(১২ চৈত্র ,১৪১৮ বঙ্গাব্দ)।

 

ব্রাহ্মণবাড়িয়ার নতুন গ্যাসক্ষেত্রঃ

 

চিত্রটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কোল্লাপাথরের যেখানে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে ।