Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসকের বার্তা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা ওয়েব পোর্টালে স্বাগতম। নদীমাতৃক বাংলাদেশের মধ্যপূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী তিতাস বিধৌত জেলা ব্রাহ্মণবাড়িয়া পরিচিত মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত সংস্কৃতির রাজধানী হিসেবে । সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া শিল্প, সংস্কৃতি, শিক্ষা ও সাহিত্যে দেশের অন্যতম অগ্রণী জনপদ।

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে ' রুপকল্প- ২০২১ ' ঘোষণা করেছে। এই ডিজিটাল বাংলাদেশ ধারণাটি বাস্তবায়নের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বাংলাদেশের সকল জেলা প্রশাসন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে প্রবেশ করেছে তথ্য প্রযুক্তির যুগে। তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে সার্বিক নিরাপত্তা, উন্নত জনসেবা প্রদান এবং সরকারি কাজে স্বচ্ছতা নিশ্চিতকরণের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপন করা হয়েছে হেল্প ডেস্ক, অভিযোগ ও পরামর্শ বক্স এবং জেলা ই-সেবা কেন্দ্র । জেলা ই-সেবা কেন্দ্র হওয়ায় জনগণ সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলা ই-সেবা কেন্দ্রের কাউন্টারে, জেলা তথ্য বাতায়ন, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকে বিভিন্ন   প্রকার সেবার জন্য আবেদন করতে পারছেন। আবেদনের বিপরীতে সেবা/প্রতিকার প্রদানের সম্ভাব্য তারিখসহ গ্রহণ রশিদ প্রদান করা হচ্ছে। ফলে অর্থ, সময় ও  শ্রম ব্যয় না করেই স্বল্প সময়ের মধ্যে জনগণকে কাঙ্খিত সেবা প্রদান করা সম্ভব হচ্ছে।

 ব্রাহ্মণবাড়িয়া জেলার ১০০টি ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)এবং ৫টি পৌরসভায় স্থাপন করা হয়েছে পৌর ডিজিটাল সেন্টার। এসব ডিজিটাল সেন্টারের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে প্রায় ১২০ ধরনের সেবা প্রদান করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যকে আরও একধাপ এগিয়ে নিতে ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি চালু হয় https://www.facebook.com/dcbrahmanbaria/  নামের ফেইসবুক পেজটি। এতে সাধারণ জনগণ বিভিন্ন বিষয় সরাসরি জেলা প্রশাসনের নজরে আনতে পারেন।

বর্তমানে তথ্য বাতায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলা, উপজেলা ও ইউনিয়নসমূহের  তথ্য সংযুক্তি এবং কার্যক্রমের তথ্যাদি নিয়মিত হালনাগাদকরণের ফলে ডিজিটাল পদ্ধতিতে জেলা প্রশাসনের সাথে জনগণের সম্পৃক্ততা আরো সুদৃঢ় ও নিবিড় হয়েছে। এ ওয়েবসাইট থেকে জনসাধারণ  উন্নয়নমূলক, প্রশাসনিক,  রাজস্ব,  শিক্ষা, কৃষি, মৎস্য,  ইতিহাস- ঐতিহ্য,  সংস্কৃতি সহ জেলা প্রশাসনের যাবতীয় গুরুত্বপূর্ণ কার্যাবলীর তথ্য পেতে পারেন।

বিশ্বায়নের  এই যুগে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারই পারে একটি জাতির সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে। এই উপলদ্ধি থেকেই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে জনসেবার নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে।