জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এর অধীনে কার্যক্রম পরিচালনা করে থাকে।
সাধারণ শাখার সম্পাদিত কাজ ও প্রদত্ত নাগরিক সেবাসমূহ :
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রাপ্তি প্রক্রিয়া |
সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় সময় |
১ |
কেন্দ্রীয় পত্র গ্রহণ ও বিতরণ |
জেলা প্রশাসক বরাবর বিভিন্ন মন্ত্রণালয়/দপ্তর/বিভাগ এবং সর্বসাধারণের কাছ হতে প্রাপ্ত চিঠিপত্র নিয়মিত জেলা প্রশাসক মহোদয়ের ডাকফাইলে উপস্থাপন |
জেলা প্রশাসক মহোদয়ের স্বাক্ষরের পর পত্রগুলো অতিদ্রুত বিভিন্ন শাখা ওয়ারী বন্টন করা হয়। |
২। |
চিঠিপত্র প্রেরণ |
অত্র কার্যলয়ের বিভিন্ন শাখা (রাজস্ব, এলজি ও স্ট্যাম্প শাখা ব্যতীত) হতে প্রাপ্ত চিঠিপত্রসমূহ প্রয়োজনীয় সার্ভিস স্ট্যাম্প সংযোজন পূর্বক পোষ্ট অফিসের মাধ্যমে প্রাপকের অনুকূলে প্রেরণ করা হয়। |
যথাসম্ভব দ্রুত পত্রগুলো প্রাপকের নিকট প্রেরণের ব্যবস্থা করা হয়। |
৩। |
বিভিন্ন প্রকার জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন |
স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস, ১লাবৈশাখ ইত্যাদি জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনের লক্ষে যাবতীয় কার্যক্রম গৃহীত হয়। |
নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হয়। |
৪। |
ক্রীড়া ও সংস্কৃতি সংক্রান্ত |
জেলা ও মহিলা ক্রীড়া সংস্থার যাবতীয় ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম সংক্রান্ত যোগাযোগ। |
নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হয়। |
৫। |
এনজিও বিষয়ক |
ক) এনজিও বিষয়ক সভা অনুষ্ঠানসহ যাবতীয় কার্যক্রম খ) ফারুকী ট্রাস্ট সংক্রান্ত কার্যক্রম |
যথাসম্ভব দ্রুত সম্পন্ন করা হয়। |
৬। |
সার ও বীজ মনিটরিং |
ক) জেলা কৃষি সম্প্রসারণ অফিসের সমম্বয়ে অনুষ্ঠিত সার ও বীজ মনিটরিং কমিটির সভার সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত কর্মকান্ড। খ) সার ডিলার নিয়োগ সংক্রান্ত, সার বরাদ্দ সংক্রান্ত, সার সংক্রান্ত পত্রালাপ। |
নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হয়। |
৭। |
জেলা উন্নয়ন সমম্বয় |
জেলা উন্নয়ন সমম্বয় সভা অনুষ্ঠানসহ উন্নয়ন সংশ্লিষ্ট প্রতিবন্ধকতা দূরীকরনের কার্যক্রম |
নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হয়। |
৮। |
খাদ্য শস্য |
জেলা খাদ্য অফিসের সমম্বয়ে খাদ্য শস্য সংগ্রহ, সাইলো/ এলএসডিতে সংরক্ষিত খাদ্য মজুদ প্রতিবেদন প্রেরণ ও খাদ্যশস্যের চাহিদা ও খোলাবাজারে বিক্রয় সংক্রান্ত কার্যক্রম। |
যথাসম্ভব দ্রুত সম্পন্ন করা হয়। |
৯। |
বিবিধ অনুদান |
১। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত অনুদান সংশ্লিষ্টদের অনুকূলে প্রদান ২। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত অনুদান সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে চেকের মাধ্যমে বিতরণ। |
যথাসম্ভব দ্রুত সম্পন্ন করা হয়। |
১০। |
ধর্মীয় বিষয়াদি |
ক) জাতীয় চাঁদ দেখা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। খ) হজ্বের আবেদন ফরম বিতরণ ও জেলা প্রশাসক বরাবরে দাখিল করার পর হজ্ব যাত্রীদের তালিকা প্রনয়ণ করত: আবেদন ফরম হজ্ব অফিস, ঢাকায় প্রেরণ করা হয়্। |
যথাসম্ভব দ্রুত সম্পন্ন করা হয়। |
১১। |
বিভিন্ন অভিযোগ তদন্ত ও নিস্পত্তি সংক্রান্ত |
সাধারণ শাখায় প্রাপ্ত অভিযোগসমূহ সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক তদন্তপূর্বক নিষ্পত্তির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। |
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সর্বোচ্চ ০৭দিনের মধ্যে নিস্পত্তির ব্যবস্থা করা হয়। |
১২। |
বিবিধ |
বিবিধ স্মারকলিপি সংক্রান্ত কার্যক্রম |
নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হয়। |
আপাতত কোন প্রকল্প নেই।
১. কেন্দ্রীয় পত্র গ্রহণ ও বিতরণঃ মন্ত্রণালয়সহ বিভিন্ন অফিস/আদালত হতে আগত চিঠিসমূহ কেন্দ্রীয় প্রাপ্তি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করতঃ জেলা প্রশাসকের নিকট উপস্থাপন ও সংশ্লিষ্ট শাখায় প্রেরণ । ২. বিভিন্ন শাখার পত্রাদি প্রয়োজনীয় সার্ভিস স্ট্যাম্প সংযোজন পূর্বক ডাক বিভাগে প্রেরণ । ৩. স্বাধীনতা ও জাতীয় দিবস, বিজয় দিবস, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক জসসেবা দিবস, সরকার ও জাতিসংঘ ঘোষিত বিভিন্ন দিবস এবং ১লা বৈশাখ বর্ষবরণ উৎসব উদযাপনের প্রস্তুতি সভা আহবান, কমিটি গঠন, আয়োজন ও সম্পন্নকরণ । ৪. বৃক্ষরোপণ সপ্তাহ, মৎস্য সপ্তাহ, সেনিটেশন মাস ইত্যাদি সরকার ঘোষিত জাতি গঠনমূলক সপ্তাহ, পক্ষ, মাস উদযাপন, বই মেলা, বৃক্ষমেলা ইত্যাদি এবং জনসচেতনতামূলক রেলী আয়োজন । ৫. জেলা ক্রীড়া সংস্থা, জেলা মহিলা ক্রীড়া সংস্থা গঠন, পরিচালনা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, টুর্নামেন্ট আয়োজন, পরিচালনা এবং প্রতিযোগী ক্রীড়াবিদ দল প্রেরণ । ৬. জেলা শিল্পকলা একাডেমি, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন গঠন, পরিচালনা । ৭. জেলা উন্নয়ন সমন্বয় সভা আহবান, উন্নয়ন কার্যক্রমের বিবরণী সংরক্ষণ, উন্নয়ন প্রতিবন্ধকতা দূরীকরণ । ৮. স্বাস্থ্য বিষয়ক, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, ইপিআই, টিকাদান কর্মসূচী ৯. জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কার্যাদি, বিসিআইসি ও বিএডিসি সার ডিলার নিয়োগ, সার বরাদ্দ, বিতরণ, সারের ভর্তুকি প্রদান সংক্রান্ত কার্যাদি । ১০. খাদ্য শস্য সংগ্রহ কার্যক্রম তদারকি, খোলা বাজারে চাল বিক্রয় (ওএমএস), খাদ্য মজুদ বার্ষিক প্রতিপাদন । ১১. মাননীয় প্রধান মন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল, ধর্ম মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয় হতে প্রাপ্ত অনুদান চেক ব্যক্তি/প্রতিষ্ঠানের নিকট বিতরণ । ১২. নারী উন্নয়ন এবং মহিলা বিষয়ক, বিধবা ভাতা সংক্রান্ত । ১৩. সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা, মাতৃত্ব ভাতা বিতরণ সমন্বয় । ১৪. যুব উন্নয়ন, যুব প্রশিক্ষণ, পল্লী উন্নয়ন, সমবায় সংগঠন, ক্ষুদ্র ঋণ সংক্রান্ত । ১৫. এনজিও কার্যক্রম সমন্বয়, উন্নয়ন কাজের প্রতিবেদন ও প্রতিপাদন, এনজিও সমন্বয় সভা আহবান । ১৬. হজের জন্য আবেদন সংগ্রহ, হজ যাত্রীদের তালিকা প্রণয়ন, হজ যাত্রার যাবতীয় কার্যক্রম । ১৭. জেলা চাঁদ দেখা কমিটি, পবিত্র ঈদুল আযহা, পবিত্র ঈদুল ফিতর উদযাপন, ঈদগাহে কেন্দ্রীয় জামাতের ব্যবস্থাপনা । ১৮. হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, দূর্গাপূজাসহ অন্যান্য ধর্মীয় উৎসব আয়োজন। |
সাধারণ শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া, ফোন-০৮৫১-৫৭৫৭০, মোবাইল নম্বর: ০১৭০৫৪১১২১১
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস