Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
স্থানীয় সরকার শাখা, ব্রাহ্মণবাড়িয়া
বিস্তারিত

স্থানীয়  সরকার, পলস্নী  উন্নয়ন  ও  সমবায়  মন্ত্রণালয়ের  স্থানীয়  সরকার  বিভাগের বিভিন্ন  আদেশ, নির্দেশ, বিধি, সার্কুলার এ শাখার মাধ্যমে  বাসত্মবায়ন করা  হয়ে  থাকে।


নাগরিক সেবা

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

নির্দিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান

 

ইউপি সচিবদের বেতন-ভাতা প্রদান।

৭৫% সরকারী অংশ এবং ২৫% ইউপি অংশের বেতন-ভাতা প্রাপ্তি সাপেক্ষে সচিবদের ১০০% বেতন-ভাতা দ্রুত প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় হতে চেক প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা হয়।

--

 

ইউপি সচিবদের এলপিআর ছুটি মঞ্জুর প্রসঙ্গে।

আবেদন প্রাপ্তির পর দ্রুততার সাথে নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

০৭ দিন।

আবেদনে কোনরূপ ক্রটি থাকলে তা সংশোধন পূর্বক আবেদন দাখিলের জন্য আবেদনকারীকে বলা হয়।

 

ইউপি সচিবদের আনুতোষিক প্রদান।

আবেদন প্রাপ্তির পর দ্রুততার সাথে নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

০১ মাস।

আবেদনে কোনরূপ ক্রটি থাকলে তা সংশোধন পূর্বক আবেদন দাখিলের জন্য আবেদনকারীকে বলা হয়।

 

ইউপি চেয়ারম্যান/ সদস্যদের সম্মানী ভাতা এবং ইউপি গ্রাম পুলিশদের বেতন-ভাতা প্রদান

বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় হতে প্রাপ্তির সাথে সাথে চেক বিতরনের ব্যবস্থা।

০১ সপ্তাহ।

--

 

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ সদস্য ও সচিবদের বিরুদ্ধে  অভিযোগ।

অভিযোগ প্রাপ্তির পর একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তকারী  কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

১০ দিন।

তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রতিবেদন প্রেরণে দেরী হলে তাগিদ প্রদানের মাধ্যমে তদমত্ম প্রতিবেদন সংগ্রহ পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ সদস্যদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে সংশ্লিষ্ট  চেয়ারম্যান/ সদস্যদের আবেদন প্রাপ্তির পর নথিতে উপস্থাপন করা হয়।

০৩ দিন।

নথি অনুমোদন সাপেক্ষে বিদেশ ভ্রমণ ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করা হয়।

 

রাস্তাঘাট মেরামত/ নির্মাণ সংক্রান্ত আবেদন।

আবেদন প্রাপ্তির সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করা হয়।

১০ দিন।

--

 

ইউপি গ্রাম পুলিশদের পোষাক সরবরাহ

বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় হতে চেক প্রাপ্তির পরই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে পোষাক সরবরাহ করা হয়।

০১ মাস।

--

 

অডিট আপত্তি, স্বত্ব মামলা ইত্যাদির জবাব।

বিভিন্ন উপজেলা হতে জবাব প্রাপ্তির পরই দ্রুত সংশ্লিষ্ট কোর্টে প্রেরণ করা হয়।

০১ সপ্তাহ।

--

 

স্থানীয় সরকার সংশ্লিষ্ট রীট মামলা।

রীট পিটিশন মামলার আরজি পাওয়ার ০৫ দিনের মধ্যে এস, এফ প্রস্তুতের  জন্য সংশ্লিষ্ট  দপ্তর বরাবরে প্রেরণ করা হয় এবং এস, এফ প্রাপ্তির পর পরীক্ষা নিরিক্ষা করার পর সলিসিটর উইং বরাবর প্রেরণ করা হয়।

২৫ কার্যদিবস।

বিলম্ব বা অন্য কোন সমস্যা হলে সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে ত্বরিত পদক্ষেপ গ্রহণ করা হয়।

 

স্থানীয় সরকার বিষয়ক ও এলাকার উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আবেদন, অভিযোগ ইত্যাদি বিষয় নিস্পত্তি করন।

আবেদন প্রাপ্তির সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করা হয়।

১০ দিন।

তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রতিবেদন প্রেরণে দেরী হলে তাগিদ প্রদানের মাধ্যমে তদন্ত প্রতিবেদন সংগ্রহ পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

ইউনিয়ন ওয়ার্ডসীমা নির্ধারণ, পূণঃ নির্ধারণ, নামকরণ ইত্যাদি বিষয়ে কার্যক্রম গ্রহণ।

আবেদন প্রাপ্তির সাথে সাথে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

০১ মাস।

আবেদনে কোনরূপ ক্রটি থাকলে তা সংশোধন পূর্বক আবেদন দাখিলের জন্য আবেদনকারীকে বলা হয়।

 

জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত বিষয়ে আবেদন ও অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি।

আবেদন প্রাপ্তির সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করা হয়।

০৭ দিন।

--

 

এলজিএসপি সংক্রান্ত তথ্যাদি আদান প্রদান।

পত্র প্রাপ্তির সাথে সাথে প্রয়োজনীয় নির্দেশনা মোতাবেক কার্যক্রম প্রহণ করা হয়।

০৭ দিন।

--

 

সমন্বয় সভা।

সভার কার্যবিবরণী সভা অনুষ্ঠানের ০৭ দিনের মধ্যে সংশ্লিষ্টদের নিকট পৌছে দেয়া হয়।

--

কার্যবিবরণীতে কোন ভূল তথ্য উপস্থাপন করা হলে ইহা সংশোধনের ব্যবস্থা নেয়া হয়।

 

উপ-পরিচালক কর্তৃক ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র পরিদর্শন।

পরিদর্শন প্রতিবেদন নির্ধারিত রেজিষ্ট্রারে সংরক্ষণ করা হয়।

প্রতিবেদন প্রাপ্তির ১৫-৩০ দিনের মধ্যে।

কোন সমস্যা হলে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা গ্রহণ করা হয়।

 

উপ-পরিচালক কর্তৃক ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন।

পরিদর্শন প্রতিবেদন নির্ধারিত রেজিষ্ট্রারে সংরক্ষণ করা হয়।

প্রতিবেদন প্রাপ্তির ১৫-৩০ দিনের মধ্যে।

কোন সমস্যা হলে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা গ্রহণ করা হয়।

 

ডিএফ, এলজিএসপি-৩ কর্তৃক ইউনিয়ন পরিষদ কার্যক্রম(এলজিএসপি সহ অন্যান্য) পরিদর্শন।

পরিদর্শন প্রতিবেদন নির্ধারিত রেজিষ্ট্রারে সংরক্ষণ করা হয় ও প্রকল্প কার্যালয়ে প্রেরণ করা হয়।

প্রতিবেদন প্রাপ্তির ১৫-৩০ দিনের মধ্যে।

কোন সমস্যা হলে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা গ্রহণ করা হয়।


চলতি প্রকল্পসমূহ

বর্তমানে কোন প্রকল্প নেই


কার্যক্রম
  1. এ জেলার বিভিন্ন উপজেলা ও ‘খ’ ও ‘গ’শ্রেণীভুক্ত পৌরসভায় বিদ্যামানহাট-বাজারের ইজারা সংক্রান্ত অভিযোগ (নিষ্পত্তির সময় কাল ০৩ (তিন) কার্য- দিবস)।
  2. ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কতৃর্ক জন্ম ও মৃত্যু নিবন্ধন কাযক্রম গ্রহণের উৎথাপিত অভিযোগ (নিষ্পত্তির সময় কাল ০৩ (তিন) কার্য- দিবস)।
  3. ইউনিয়ন পরিষদ এর নিবতি চেয়ারম্যান ওয়ার্ড সদস্য/সদস্যার বিরুদ্ধে উপস্থাপিত অভিযোগ।(অভিযোগ প্রপ্তির পর অনধিক ০৩ (তিন) কাযর্দিবসের মধ্যে তদন্তের জন্য প্রেরণ করা হয়। যুক্তিসংগত সময়ের মধ্যে তদন্ত কাযর্ক্রম সম্পন্নের পর সংশ্লিষ্ট কতৃর্কক্ষের নিকট প্রেরন করা হয়)।
  4. ছবি সহ ভোটার তালিকা গৃহীত কাযর্ক্রম জেলা নিবার্চন কাযার্লয়ের সাথে সমন্বয় করা হয়
  5. পৌরসভার নিবার্চিত চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য/ সদস্যাদের বিরুদ্ধে উথাপিত অভিযোগ সংক্রান্ত।(অভিযোগ প্রাপ্তির পর অনধিক ০৩ কাযর্দিবসের মধ্যে তদন্তের জন্য প্রেরণ করা হয়। যুক্তিসংগত সময়ের মধ্যে তদন্ত কাযর্ক্রম সম্পূন্নের পর সংশ্লিষ্ট কতৃর্কক্ষের নিকট প্রেরণ করা হয়)।
  6. ইউনিয়ন পরিষদের নিবার্চিত চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য/ সদস্যাদের বিরুদ্ধে উথাপিত অভিযোগ সংক্রান্ত।(অভিযোগ প্রাপ্তির পর অনধিক ০৩ কাযর্দিবসের মধ্যে তদন্তের জন্য প্রেরণ করা হয়। যুক্তিসংগত সময়ের মধ্যে তদন্ত কাযর্ক্রম সম্পূন্নের পর সংশ্লিষ্ট কতৃর্কক্ষের নিকট প্রেরণ করা হয়)।
  7. বিভিন্ন উপজেলায় ইউনিয়ন পরিষদ আওতাদীন এলাকায় বিদ্যামন স্যানিটেশন ও পয়-নিষ্কাশন সংক্রান্ত অভিযোগ ও স্যানিটেশন সম্পকির্ত তথ্য গ্রহণ ও প্রেরণ।(নিষ্পত্তির সময়কাল ০৩ কার্য- দিবস)।
  8. এ জেলায় কর্মরত ইউনিয়ন পরিষদ সচিব, দফাদার ও মহল্লাদারদের বিরুদ্ধেউথাপিত অভিযোগ।(অভিযোগ প্রাপ্তির পর অনধিক ০৩ (তিন) কাযর্দিবসের মধ্যে তদন্তের জন্য প্রেরণ করা হয়। যুক্তি সংগত সময়ের মধে তদন্তকাযর্ক্রম সম্পূন্নের পর পংশ্লিষ্ট কতৃর্পক্ষের নিকটপেরণ করা হয়)।
  9. ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কাযার্লয় এবং উপজেলা পরিষদ কতৃর্ক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কাযর্ক্রমের বিরুদ্ধে উথাপিত অভিযোগ (নিষ্পত্তির সময়কাল ০৩ (তিন) কার্য- দিবস)।
  10. জেলা পরিষদ, এলজিইডি, পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা পরিষদের বিভিন্ন প্রকল্প ও হাট বাজারের দর পত্র বিক্রি ও দাখিল সংক্রান্ত। (নিষ্পত্তির সময়কাল-বিজ্ঞপ্তিতে প্রদত্ত শর্তানুযায়ী)।
  11. জেলা নিবার্চন কায়ার্লয় কতৃর্ক নিবার্চন সংকান্ত গ্রহীত বিভিন্নকাযর্ক্রমের বিরুদ্ধে উথাপিত অভিযোগ।(নিষ্পত্তির সময় কাল-০৩ (তিন) কার্য দিবস)।
  12. ইউনিয়ন পরিষদ কতৃর্ক আরোপিত করনিরুপণের আদায়ের উপস্থাপিত অভিযোগ।(নিষ্পত্তির সময়কাল-০৩ (তিন) কার্য দিবস)।
  13. স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটির ক্ষমতায়ন (এলসিবিসিই) প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সক্ষমতহা বৃদ্ধি।

যোগাযোগ

জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া এর ৩য় তলায় ৩১৯ নং কক্ষ। ফোন নম্বর: ০৮৫১ ৫৮৬৩১


অন্যান্য

0


ভারপ্রাপ্ত কর্মকর্তা